গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের ভাষা কন্যা ও কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) এবং ভারতেশ্বরী হোমস-এর সাবেক অধ্যক্ষ প্রতীভা মুৎসুদ্দি বলেছেন, সর্বক্ষেত্রে বাংলা ভাষার সঠিক প্রয়োগ এখনও নিশ্চিত হয়নি। ভাষার জন্য আত্মোৎসর্গের জন্য বিশ্বব্যাপি ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেলেও এখনও আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টসহ উচ্চ শিক্ষার সর্বক্ষেত্রে ইংরেজি ব্যবহৃত হচ্ছে।
টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি আরো বলেন, ভাষা আন্দোলনই স্বাধীকারের আন্দোলন। ভাষা আন্দোলনই পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনে পরিণত হয়েছে। যদি ভাষা আন্দোলন না হতো তাহলে এ দেশ স্বাধীন হতো না। ভাষা আন্দোলনের ইতিহাস এবং স্বাধীনতার ইতিহাস একই সূত্রে গাঁথা। বাংলার ইতিহাসে ভাষা আন্দোলন এক অবিচ্ছেদ্ধ অংশ।
আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে তিনি বলেন, নারীরা এ দেশের কোন আন্দোলনেই পিছিয়ে ছিল না। পুরুষের পাশাপাশি নারীদের সমান অবদান রয়েছে। কোন কোন ক্ষেত্রে সম্মুখ অবস্থান ছিল নারীদের। তিনি আরো বলেন, ভাষা আন্দোলনের মূল উদ্দেশ ছিল দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু দেশ স্বাধীন হলেও ভাষা আন্দোলনের মুল চেতনার প্রতিফলন ঘটেনি।
প্রতীভা মুৎসুদ্দি আক্ষেপ করে বলেন, একুশে এলেই দেশব্যাপি বাংলা ভাষার জন্য দরদ দেখা যায়। কালো পাঞ্জাবি ও কালো ব্যাজ ধারণ করে এ দিবসটি পালনে হিড়িক পড়ে। কিন্তু সেদিনও এদেশের মানুষের মুখে বাংলা-ইংরেজি একত্রে মিলিয়ে বলতে দেখা যায়। তিনি বলেন, আজও ভাষা আন্দোলনের মূল তাৎপর্য অগোচরেই রয়ে গেছে।
তিনি বলেন, ইংরেজি একটি বিদেশি ভাষা। বিশ্বায়নের এ যুগে ইংরেজির প্রয়োজন আছে। তবে বাংলার উপরে নয়। কারণ বাংলা আমাদের পরিচয়। বাংলাই এ দেশের ইতিহাস। সর্বক্ষেত্রে বাংলার প্রাধান্য পাবে এমনটাই জাতির কাছে প্রত্যাশা করেন তিনি।