বিনোদন ডেস্কঃ
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবানা। যার প্রায় ছবি দেখে কেঁদে উঠতো মানুষের হৃদয়।কিন্তু প্রায় দেড় যুগ হলো তিনি অভিনয় ছেড়েছেন। কিন্তু দর্শকরা এখনো তাকে ছাড়েননি। ভক্তদের হৃদয়ের মণিকোঠায় রয়েছেন তিনি। দর্শকরা অপেক্ষায় ছিলেন শাবানা আবার পর্দায় ফিরবেন। কিন্তু ফেরেননি। তিনি সব সময় ইসলাম ভাবাদর্শের নিয়মে জিবন অতিবাহিত করার লক্ষে ফিরে যান শুধু স্বামি সংসারের অতল গহিনে।তিনি বেশ কয়েকবার অনার ছবি গুলো কোন চ্যানেলে যেন প্রচার করা না হয় সে জন্য অনুরোধ করেছেন বলে মিডিয়ায় প্রকাশ পায়। তবে মাঝে মাঝেই অমাবশ্যার চাঁদের মতো দেখা মেলে।
১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায়ের ঘোষনা দেন এবং নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া বন্ধ করে দেন। ২০০০ সালে শাবানা সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে বসবাস শুরু করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রায় এক যুগ পরে শাবানা দেশে ফিরেন ফিলেছিলেন ২০১১ সালের ফেব্রুয়ারী মাসে। শ্বশুর বাড়ি কেশবপুরের বড়েঙ্গা গ্রামে নিজস্ব বসতবাড়ি উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তিনি দেশে ফিরেন। কয়েকদিন থেকে আবার আমেরিকায় পাড়ি জমান। শাবানার খুব ইচ্ছা ছিল বেগম রোকেয়া চরিত্রে অভিনয় করবেন। সুভাষ দত্ত ছবিটি নির্মানের উদ্যোগ নিয়েছিলেন। ১৯৯৫ সালে মহরতও অনুষ্ঠিত হয়। অল্প কিছু কাজ হলেও সিনেমাটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।