মোঃ আল আমিন খানঃ
শীত পুরোপুরি না নামলেও বাজারে আসতে শুরু করেছে শীতকালীন শিশিরভেজা নানা সবজি। মূলা, শিম, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, টমেটো ইত্যাদি শীতকালীন বিভিন্ন ধরনের সবজি এখন বাজারে শোভা পাচ্ছে। এসব শাক-সবজির দাম শুরুতে বেশি থাকলেও এখন কমতে শুরু করেছে। আর শীতকালীন সবজির দাম কমতে থাকায় ক্রেতারা-বিক্রেতা উভয়েই খুশি।
টাঙ্গাইল শহরের পার্কবাজার, ছয়আনি-পাঁচআনি বাজার, বটতলা, সাবালিয়া, নতুন বাসস্ট্যান্ড, দেওলা, বৈল্যা প্রভৃতি বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা শীতকালীন শাকসবজি নিয়ে বসে আছেন-কিনছেন ক্রেতারা। ভিন্ন বাজারে সবজির দামে কিছুটা পার্থক্য থাকলেও ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। ফুলকপি প্রতি কেজি ৪০-৫০ টাকা, শিম প্রতি কেজি ৭০-৮০ টাকা, লাউ প্রতিটি ৪০-৫০ টাকা, মূলা প্রতি আঁটি ১০-১৫ টাকা, পালংশাক প্রতি কেজি ২০-৩০ টাকা, লাউশাক প্রতি আঁটি ১০-২০ টাকা, করলা প্রতিকেজি ৫০-৬০ টাকা, শসা প্রতিকেজি ২০-৩০ টাকা, নতুন পেয়াজ(পাতা পেয়াজ) প্রতিকেজি ৪০-৫০ টাকা, বেগুন প্রতিকেজি ৪০-৬০ টাকা। শাকসবজির দাম কমতে থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়েই খুশি। কম দামে বিক্রি করেও ব্যবসায়ীদের আগের তুলনায় ভাল লাভ হচ্ছে।
এ বিয়য়ে পার্ক বাজারের ব্যবসায়ী হাসান, সাবালিয়া বাজারের হোসেন আলী জানান, প্রায় ১৫-১৬ দিন আগেই শীতকালীন শাকসবজি বাজারে ওঠেছে। প্রথম দিকে সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল। এখন বাজারে শাকসবজির সরবরাহ বাড়তে থাকায় দামও কমতে শুরু করেছে। সাধারণ মানুষ শীতকালীন শাকসবজি প্রচুর পরিমাণে কিনছে। তিনি শীতকালীন শাকসবজি বিক্রি করে প্রতিদিন ২০০-৩০০ টাকার মত লাভ করেন, আগে দাম বেশি থাকায় ১০০-১৫০ টাকা লাভ হত। বটতলা বাজারে শীতকালীন শাকসবজি কিনতে আসা স্বপন কুমার দাশ, হারুন অর রশিদ, আ. ছামাদ মিয়া, রুবেল মিয়া সহ অনেকেই জানান, তিনি প্রতিদিনই কাঁচাবাজারে যান এবং শাকসবজি কিনে থাকেন। শীতকালীন শাকসবজির দাম এখন কিছুটা কম। তাদের মতে দাম আর একটু কম হলে ভাল হত।