বাসাইল সংবাদদাতাঃ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পুকুরে ডুবে শাকিব (৮) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাকিব উপজেলার কলিয়া দক্ষিণ পাড়ার জামাল মিয়ার ছেলে ও কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
জানা যায়, সোমবার (১০ জুলাই) বিকাল চারটার দিকে স্থানীয় একটি পুকুর থেকে শাকিবের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
শাকিবের চাচা আব্দুর রহিম বলেন, শাকিব সোমবার দুপুরে খেলতে বের হয়। এর পর বাড়ি ফিরতে দেরি দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। বিকাল চারটার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরের পানিতে শাকিবের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগীতায় শাকিবের লাশ উদ্ধার করা হয়।