বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার(২১ নভেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ওই সংবর্ধনার আয়োজন করা হয়।
কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা গ্রহন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন। সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া (বড় মনি), যুগ্ম-সম্পাদক তানভীর হাসান (ছোট মনি), জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মহসিন সিকদার প্রমুখ।