বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইলে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সংলগ্ন এলাকায় সোমবার (১ ফেব্রুয়ারি) অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ যুবককে ৮ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। অনাদায়ে প্রত্যেককে ৭দিন করে কারাদন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, টাঙ্গাইলের বিশ্বাস বেতকার আবু আহম্মেদের ছেলে জাহিদ হাসান রাসেল (২৭), বাসাইল পশ্চিম পাড়ার তোতা খোশনবীশের ছেলে নাঈম খোশনবীশ(২১), বাংড়ার হযরত আলীর ছেলে আনোয়ার হোসেন(১৮) ও কাশিল গ্রামের ফটিক খানের ছেলে বিপুল খান(২৭)। তাদের প্রত্যেককে ২হাজার টাকা করে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা আর্থিক জরিমানা পরিশোধ ও মুচলেকা দিয়ে মুক্তিলাভ করে।
বাসাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মোহাম্মদ নাজমুল আহসান বলেন, প্রশাসনিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল চালানোর অপরাধে তাদেরকে মোটরযান আইন ১৯৮৩-এর আওতায় জরিমানা করা হয়েছে।