বাসাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের পূর্বাঞ্চলে বংশাই ও ঝিনাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় সোমবার(২১ ডিসেম্বর) সকালে ২০টি বাংলা ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আহসান জানান, ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীণ হওয়ার ফলে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। ড্রেজার মেশিন জব্দ হওয়ার ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে, জনগণের ক্ষতি হয় এমন কাজকে কখনই পশ্রয় দেয়া হবে না বলেও জানান তিনি।