বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) বিকালে নতুন কমিটির দায়িত্ববন্টন এবং টাঙ্গাইল সদর ও সখীপুর পৌর নির্বাচনে কার্যক্রম পরিচালনার এজেন্ডা এনে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা শুরু হয়। এ সময় এমপি গ্রুপের নেতাকর্মীরা উপজেলা কমিটি বাতিল ও বর্ধিত সভা বন্ধ করার দাবিতে স্থানীয় আওয়ামীলীগ অফিসে ঢুকতে গেলে অপর গ্রুপ বাধা দিলে উভয় গ্রুপের নেতাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় এবং দু-গ্রুপের মধ্যে লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েক পুলিশ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে উভয় পক্ষের সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সন্ধ্যা নেমে আসায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ও গত উপ-নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক গ্রুপের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ বাধে।
জানাগেছে, দীর্ঘদিন ধরেই এ দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গত সংসদ নির্বাচনে অনুপম শাহজাহান জয় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন। দল থেকে মনোনয়ন না পাওয়ায় আব্দুল মালেক মিঞা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে অনুপম শাহজাহানের কাছে পরাজিত হন। এরপর থেকেই স্থানীয় আওয়ামীলীগে গ্রুপিংয়ের সুত্রপাত হয়।
প্রায় দুই মাস আগে বাসাইল উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়। এতে মালেক গ্রুপের অনুসারী কাজী অলিদ ইসলাম সভাপতি ও হাজী মতিয়ার রহমান গাউছ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন এই কমিটি নির্বাচিত হওয়ায় পর দলের কয়েকজন ত্যাগী নেতা পদবঞ্চিত হন। পদবঞ্চিত ওই নেতা ও তাদের কর্মী-সমর্থকরা নয়া কমিটি বাতিলের দাবি করায় উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এ ব্যাপারে এমপি অনুপম শাজাহান জয় গ্রুপের সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইদুর রহমান ও তাঁতীলীগের আহ্বায়ক বদিউজ্জামান বিদ্যুত জানান, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগকে অবহিত না করে ‘ব্যাকডেটে’ দফায় দফায় উপজেলা আওয়ামীলীগের কমিটি পরিবর্তন এবং সবশেষে মনগড়া একটি কমিটি গঠন করে আব্দুল মালেক মিঞার সমর্থকরা। এ কমিটি বাতিলের দাবির প্রস্তাব নিয়ে তারা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে তাদের উপর হামলা চালায়। এ সময় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলে তারা দাবি করে।
আব্দুল মালেক গ্রুপের সমর্থক ও বর্তমান কমিটির সভাপতি কাজী অলিদ ইসলাম বলেন, উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির শান্তিপূর্ণ বর্ধিত সভায় রহিম আহমেদ ও রুনূর নেতৃত্বে তথাকথিত একটি গ্রুপ অতর্কিতভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে সভা ভেঙ্গে দেয়ার অপচেষ্টা করে। এসময় নেতাকর্মীরা প্রতিহত করতে গেলে বিচ্ছিন্নভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার আহম্মদ বলেন, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়। নাশকতা এড়াতে আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বাসাইলে থমথমে অবস্থা বিরাজ করছে।