স্টাফ রিপোর্টারঃ
“ইঁদুর ধরুন, ইঁদুর মারুন, ইঁদুর মুক্ত খামার গড়ুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাসাইল উপজেলা পরিষদ ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ০৪ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ নাজমুল আহসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম তালুকদার, বাসাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে ইঁদুর নিধন প্রতিযোগিতায় সর্বোচ্চ ইদুর নিধণকারী ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফারুক।