বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. আশিকুর রহমান পলাশের বাবা সালাউদ্দিন আহম্মেদ (মানিক মিয়া) শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সুত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিস রোগে ভূগছিলেন। কর্মজীবনে তিনি ১৯৭০ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত মেডিকেল অ্যাসিস্টেন্ট হিসেবে সৌদি আরবে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি চাকুরি ছেড়ে দেশে ফিরে আসেন। পরদিন রোববার(৩ জানুয়ারি) বাদ জোহর বাসাইল উত্তরপাড়া ঈদগ্রাহ মাঠে জানাজা শেষে তাকে সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
রোববার(৩ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান মরহুমের বাড়িতে গিয়ে পরিবার পরিজনের সাথে স্বাক্ষাত করে সমবেদনা জানান এবং মোনাজাতে অংশ নেন।