বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইলে ১ হাজার ১৩০ পিস ইয়াবাসহ রিপন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার(২৩ মে) দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রিপন বাসাইল পৌর শহরের কাটাখালি নামক এলাকার শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রিপনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৩০ পিস ইয়াবাসহ রিপনকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপনের ছোট ভাই মাদক ব্যবসায়ী সবুজ পালিয়ে যায়।
বাসাইল থানার এসআই মিজানুর রহমান জানান, রিপনকে আটক করে সোমবার(২৩ মে) দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিপন ও তার ছোট ভাই সবুজকে আসামী করে মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসার মূলহোতা সবুজ পলাতক রয়েছে।