বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইলে শনিবার(২৭ ফেব্রুয়ারি) থেকে ঐতিহ্যবাহী নব্বেছ চাঁন পাগলের মেলা শুরু হয়েছে। বাসাইল ও পার্শ্ববর্তী অঞ্চলের মারেফত ভক্তদের প্রাণের মেলা এটি। প্রতিবছর এই দিনে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হয় এই মেলা।
কথিত আছে এখানে এসে পাগলের নামে ‘মানত’ করলে নাকি তার মনোবাসনা পূর্ন হয়। নব্বেছ পাগল তার জীবদ্দশায় বিভিন্ন বিষয় নিয়ে নাকি ভবিষ্যৎবানী করতে পারতেন।
বাসাইল সদর থেকে সাত কিলোমিটার উত্তরে বার্তা গ্রামে নব্বেছ পাগল তথা নওয়াজেশ আলীর মাজার। হাজারো মানুষের পদচারনায় মুখর এখন নব্বেছ পাগলের মাজার। বিভিন্ন প্রকার উপঢৌকন, গরু-ছাগল, মোরগ-মুরগী সহ লোকজন আসে ‘মানত’ করা বস্তু দিতে। আবার কেউ আসে দোকন সাজিয়ে, কেউবা আসে সাধারণ দর্শনার্থী হিসাবে। মাজারকে ঘিরে সারাদিন চলে তার ভক্তদের প্রার্থণা। রাতে বিভিন্ন শিল্পীদের অংশ গ্রহনে মারেফতের গানে মগ্ন থাকে মাজারে আসা মানুষ জন। মেলাকে কেন্দ্র করে জোড়দার করা হয়েছে মাজার ও তার আশপাশের নিরাপত্তা ব্যাবস্থা। তবে মাজারের চারদিকে খালি জায়গা কম থাকায় মানুষের চাপ সামলাতে যথেষ্ঠ কষ্ট করতে হয়। এ ব্যাপারে মাজার কর্র্তৃপক্ষের সাথে কথা বললে, তারা জানান, সরকারি পৃষ্ঠপোশকতা পেলে মাজারকে ঘিরে আয়োজিত এই মেলাকে আরো সুন্দর করা যাবে।