
টাঙ্গাইল জেলা তথ্য অফিস ও বাসাইল উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের অধীনে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম-মোয়াজ্জিন, পুরোহিত, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মী, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ নানা শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক তাহলিমা জান্নাত।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর মেয়র রহিম আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান প্রমুখ।