বাসাইল সংবাদদাতাঃ
বাসাইলের সুন্না গ্রাম ও কাউলজানী ইউনিয়নের অখন্ডতা রক্ষার দাবিতে সোমবার(১৫ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।
এ উপলক্ষ্যে সকালে স্থানীয় সুন্না-গিলাবাড়ীসহ কাউলজানী ইউনিয়নের প্রায় এক হাজার লোক মিছিল সহকারে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের কাছে স্মারকলিপি দেয়। বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আহসান স্মারক লিপিটি গ্রহণ করে।
বিকালে একই দাবিতে ওই এলাকার লোকজন টাঙ্গাইলের শামসুল হক তোরণ থেকে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে তারা টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের কাছে একটি স্মারকলিপি দেয়।
সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না গ্রামকে দ্বি-খন্ডিত করে বিলুপ্ত হওয়া বাসাইল সদর ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নেয়ায় সুন্না-গিলাবাড়ীসহ কাউলজানী ইউনিয়নের জনসাধারনের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।