
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে দুইটিতে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও বাকি দুইটিতে স্বতন্ত্রপ্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চারটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
জানা যায়, বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নে নৌকা প্রতীকে আতাউল গনি হাবিব ৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিকী পেয়েছেন ৬ হাজার ৪৮১ ভোট।
হাবলা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খোরশেদ আলম ১০ হাজার ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী সৈয়দ নিজামুল ইসলাম রুপম পেয়েছেন ৯ হাজার ৩৫৭ ভোট।
কাঞ্চনপুর ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আল মামুন ৫ হাজার ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মামুন অর রশিদ খান ৩ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী রাকিব খান শাহিন পেয়েছেন ৮৫১ ভোট।
ফুলকী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামছুল আলম বিজু ৫ হাজার ৯২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল পেয়েছেন ৫ হাজার ৮০০ ভোট। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল করিম তালুকদার পেয়েছেন ৩ হাজার ৯১১ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।