বাসাইল সংবাদদাতাঃ
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুড়ি নামকস্থানে রোববার(২০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ট্রাকচাপায় আতাউর রহমান (৫৩) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত আতাউর রহমানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে। তিনি বাসাইল থানায় কর্মরত ছিলেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহাম্মদ জানান, বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুড়ি নামকস্থানে একটি বালুভর্তি ট্রাক দাঁড়ানো ছিল। রাত দেড়টার দিকে পুলিশ কনস্টেবল আতাউরসহ অন্য পুলিশ সদস্যরা মহাসড়কে যান চলাচলে সহযোগিতা করছিল। এ সময় একটি ট্রাক পেছন দিক থেকে দাঁড়ানো বালু ভর্তি ট্রাককে ধাক্কা দিলে তার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আতাউর।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত কনস্টেবলের আত্মীয়দের খবর দেয়া হয়েছে।