বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইলে বাথুলী সাদী বাজারে বুধবার(২ ডিসেম্বর) ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের তৃতীয় নম্বর পয়েন্টের উদ্বোধন করা হয়।
ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন, ডাচ-বাংলা ব্যাংকের আরএম মুরাদ হাসান, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের বাসাইল সদর পয়েন্টের প্রোপাইটর ইফতেখাইরুল হাসান রুপম, বাথুলী সাদী পয়েন্টের প্রোপাইটর তাপস চন্দ্র প্রমুখ।