বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইলে নকলের দায়ে ২ এইচএসসি পরিক্ষার্থীকে বহিস্কার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান। ১০ এপ্রিল(রোববার) ইংরেজি ২য় পত্র পরীক্ষা দেয়ার সময় বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের মো. শাকিল আহমেদ ও মো. ইমরানকে নকল করার অপরাধে বহিস্কার করা হয়। এ বছর তারা আর পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে না বলে জানা গেছে। বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ড. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।