বাসাইল সংবাদদাতাঃ
বাসাইল উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বৃহস্পতিবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন, সহকারী কমিশনার ভূমি নাজমুল আহসান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম ও অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যাায়ের নেতাকর্মী সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেয়। এতে বাঙালির গ্রামীণ বিভিন্ন সংস্কৃতি-কৃষ্টি তুলে ধরার জন্য ছোট ছেলে মেয়েদের যেমন খুশি তেমন সাজের আয়োজন করা হয়।