বাসাইল ১ মার্চ : টাঙ্গাইলের বাসাইলে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু হোসেন মেমোরিয়াল গার্লস স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব মুহাম্মদ আমিন শরীফ সুপন, জেলা কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, বাসাইল সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের সাংগঠনিক কমান্ডার সুলতান আলী বেগ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির খান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ খন্দকার আবু হানিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুননাহার হোসেন।