বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের সামনে বাস-সিএনজি সংঘর্ষে চালকসহ ৬ এসএসসি পরীক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। রোববার(৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালক সহ ৩ জনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ৪ শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে পরীক্ষা নেওয়া হয়। আহতরা হচ্ছেন, লৌহজং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত (১৬), জাবেদ (১৫), রিতা আক্তার (১৫), রত্না আক্তার (১৫), শিফা আক্তার (১৫), সুমনা আক্তার (১৬) ও সিএনজি চালক মোবারক হোসেন (৩৫)।
জানা যায়, সিএনজিতে থাকা শিক্ষার্থীরা বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের সামনে এসে পৌঁছলে নলুয়া থেকে ছেড়ে আসা বাসের (ঢাকা মেট্টো-চ-৯৩২৬) সাথে পরীক্ষার্থীদের সিএনজির মুখোমুখী সংঘর্ষ হয়।