বাসাইল সংবাদদাতাঃ
বাসাইলে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ সর্বস্তরের জনতা।
দিবসটি উপলক্ষে রোববার(২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে চিত্রাঙ্কন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহিম আহমেদ, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ প্রমুখ।