ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে সূতার রঙ, বিষাক্ত কেমিক্যাল ও স্যাকারিন মিশ্রিত কোমল পানীয় তৈরির অপরাধে খাদ্য নিরাপত্তা-২০১৩ আইনে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা ও কোমল পানীয় তৈরির মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে বিচারক ও বাসাইলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান এ রায় প্রদান করেন। বিচারক জানান, বাসাইল পূর্বপাড়ার গণেশ দাসের ছেলে কৃষ্ণ দাস (৪২) অনুমোদনবিহীন কোমল পানীয় কারখানা গড়ে তোলে। সেখানে গার্মেন্ট এ ব্যবহৃত সূতার রঙ, লিচু ও আমের স্বাদের জন্য বিষাক্ত কেমিক্যাল, স্যাকারিন মিশ্রিত নদীর পানি ব্যবহার করে আসছিল। যা নিরাপদ খাদ্য আইনের পরিপন্থি। এ অপরাধে তাকে উক্ত জরিমানা করা হয়।