বাসাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন অংকের চাঁদার দাবিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে মোবাইলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে মোটা অংকের চাঁদা দাবি করে এ হুমকি দেয়া হয়। চাঁদা না দিলে দুর্বৃত্তরা ওইসব প্রধান শিক্ষক অথবা তাদের সন্তানদের হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছে বলে জানাগেছে। ফলে, প্রধান শিক্ষক ও পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের কেউ কেউ বাসাইল থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত এক সপ্তাহের বিভিন্ন সময়ে দুর্বৃত্তরা মোবাইল ফোনে হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করেছে। এ সময় হুমকি দাতারা নিজেদেরকে সর্বহারা পার্টির নেতা-কর্মী বলে দাবি করে। এ ব্যাপারে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মোস্তাক রায়হানা বেগম বাসাইল থানায় ডায়েরি করে বলেন, দুর্বৃত্তরা তার কাছে ৫ লাখ টাকা দাবি করেছে, অন্যথায় তার সন্তানদের খুন করার হুমকি দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অধ্যক্ষ বলেন, সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে এবং টাকা না দিলে তাকে এবং তার ছেলে-মেয়েদের হাত কাটাসহ খুনের হুমকি দেয়। উপজেলার কয়েকটি স্কুল মাদরাসার প্রধান শিক্ষকরাও অনুরুপ হুমকি পেয়েছেন বলে জানা গেছে। হুমকিদাতাদের ব্যবহৃত মোবাইল নম্বর গুলো হচ্ছে- ০১৭১৬২৯২৭৬৩, ০১৭৬৮৬৯৮৩৭৬, ০১৭৯১০০০৫৬৫ এবং ০১৭৪৮২০০৮২৫। চাঁদা দাবি ও হুমকি প্রসঙ্গে বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার আহম্মদ বলেন, বাসাইলে কোন সর্বহারা নেই, অভিযুক্ত মোবাইল নম্বর গুলো সনাক্ত করার চেষ্টা চলছে।