ভ্রাম্যমান প্রতিনিধিঃ বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রিবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে ৯ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মির্জাপুর সরকারি কুমুদিনী ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি টীম কাজ করছে।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার বিকালে ধনবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রিবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৯ জন নিহত ও আরো ২২ বাস যাত্রী আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মির্জাপুর সরকারি কুমুদিনী ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪জনের অবস্থা আশঙ্কাজনক।
বাসটি ক্রেন দিয়ে টেনে তোলার কাজ চলছে। তবে দুর্ঘটনা কবলিত বাসের নিচে আরো লাশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার আহমদ জানান, ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি টীম কাজ করছে। জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।