বাসাইল ৭ মার্চ : টাঙ্গাইলের বাসাইলে হেল্প অ্যান্ড নলেজের উদ্যোগে এডুকেশন অব অরফান্স সাপোর্ট প্রোগ্রামের আওতায় অসহায় এতিম ছেলে-মেয়েদের মাঝে শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকালে উপজেলার গিলাবাড়ী দক্ষিণপাড়ায় হেল্প এন্ড নলেজের আঞ্চলিক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১১২জন অসহায় এতিম ছেলে-মেয়েদের মাঝে শিক্ষা উপকরণ ও ভাতা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ান আর্মি’র কর্ণেল শফিক সেলিম, টাঙ্গাইলের সহকারি পুলিশ সুপার (এএসপি সখীপুর সার্কেল) আব্দুল মতিন, বাসাইল থানার অফিসার ইনচার্জ এসএম তুহীন আলী, কল্যাণপুর নুরানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং হেল্প এন্ড নলেজের উপদেষ্টা মীর রুবেল হোসাইন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেল্প অ্যান্ড নলেজের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল আমীন ভূইয়া।
প্রসঙ্গত, হেল্প এন্ড নলেজ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, স্বাস্থ্যসেবা, শীতবস্ত্র, টিউবয়েল, সেলাই মেশিন বিতরণ, ইফতার সামগ্রী, কোরবানীর মাংস বিতরণসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে।