বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বাসাইলে ফারুক ( ৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে বৃহস্পতিবার(৭ এপ্রিল) ভোর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফারুক উপজেলার মিরিকপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা যায়, ২০১৩ সালে ফারুকের নামে যৌতুক আইনের মামলায় আদালত ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এরপর থেকেই ফারুক পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৭ এপ্রিল) ভোর রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাসাইল থানার এএসআই সিরাজুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত আসামী ফারুক দীর্ঘদিন যাবৎ আতœগোপনে ছিলেন। বহু চেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।