বাসাইল সংবাদদাতাঃ
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার(২১ জানুয়ারি) দুপুরে স্মরণ সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
বাসাইল শহীদ মিনার প্রাঙ্গনে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা একে আজাদ খানশুর, আব্দুর রহিম আহমেদ, মশিউর রহমান খান আপেল, ইয়াছিন আলী খান, ছাত্তার জমাদার, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।