গণবিপ্লব রিপোর্টঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী বলেছেন, গুপ্ত হত্যা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা যাবেনা। বিএনপিই দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে। বিএনপি মানুষ মারার কারখানা খুলে বসেছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু তার সে স্বপ্ন কখনও সফল হবেনা। কারন, দেশের জনগন এখন অনেক বেশী সচেতন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, ২০০১ সালে সাধারণ নির্বাচনে বিএনপির বড় স্লোগান ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এলে কোরআনের বদলে গীতা পাঠ হবে এবং মসজিদে আযানের পরিবর্তে উলু ধ্বনি শোনা যাবে। তিনি প্রশ্ন করেন, এখন কি উলু ধ্বনি শোনা যায়? এই রকম মিথ্যাচারীনিই হলো বেগম খালেদা জিয়া। দেশের বর্তমান রাজনীতিতে বেয়াদবী আর মুর্খতার অপর নাম খালেদা জিয়া।
তিনি আরো বলেন, এখন বিএনপির রাজনীতি হচ্ছে মানুষ পোড়ানো, গাছ কাটা, গীর্জায় বোমা মারা, মসজিদ-মন্দির ধংস করা, বায়তুল মোকারমে কোরআন শরিফ পোড়ানো, নামাজরত অবস্থায় মানুষ হত্যা করা, শিক্ষক হত্যা করা। হত্যা-সন্ত্রাস ছাড়া এখন বিএনপির কোন কাজ নেই।
তিনি মঙ্গলবার(৩ মে) জয়পুরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যাওয়ার পথে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত পথসভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গয়েশ্বর একজন আছে তিনি কি মুসলিম না হিন্দু তাই বোঝা যায় না। গোলাম আযমের খাট ধরে গেছিলো কে? এই বাবু গয়েশ্বর।
তিনি বলেন, বিএনপি কথা নাই বার্তা নাই সব সময় বলে কঠোর আন্দোলন। গরম ও শীতে কঠোর আন্দোলন, ঈদের পর কঠোর আন্দোলন, ঈদ ও গরম-শীতও যায়, আন্দোলন হয় না। তিনি বলেন, আন্দোলন করতে হলে সংগঠন লাগবে অর্থাৎ সাংগঠনিক আন্দোলন।
টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে পথসভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক সহ কেন্দ্রীয় ও জেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বিএনপি-জামায়াতের গুপ্ত হত্যাসহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে গণ-সচেতনতা গড়ে তুলতে যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জহপুরহাটের উদ্দেশে রওয়ানা দেন।