গণবিপ্লব রিপোর্টঃ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি (BNCC) ৩ রমনা ব্যাটালিয়ানের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল সালাউদ্দিন এর নির্দেশনায় টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক (EX) ক্যাডেটদের ক্লাব গঠনের লক্ষে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের বিএনসিসি প্লাটুনে ১৫ জুলাই(শুক্রবার) দিনব্যাপি ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের পিইউও আবুল বাশার আনোয়ার, পিইউও সাদেক আহমেদ খান, এক্স(সাবেক) ক্যাডেট আন্ডার অফিসার মো. সালাহ্ উদ্দিন লিটন, খন্দকার মনিরুজ্জামান মনির, মীর তাজিম উদ্দিন, মো. রফিকুল ইসলাম আকন্দ, মো. রাশেদুল ইসলাম রিপন, সৈয়দ রাশেদুল আলম চৌধুরী (রাসেল), নাজমুস সাদাত, মো. আব্দুল খালেক, মো. জায়েদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. রিপন মিয়া মো. ইব্রাহিম সরকার, এক্স ক্যাডেট সার্জেন্ট মো. রাশেদ খান মেনন (রাসেল), মো. ওসমান গণি, মো. আমিনুল ইসলাম, মো. ইউনুস, মো. আব্দুর রাজ্জাক, মামুন মিয়া, মো. আল আমিন আকন্দ, এক্স ক্যাডেট কর্পোরাল খন্দকার খোরশেদ আলম (মামুন), এসএম আরিফুল হক দিপু, মো. শরিফুল ইসলাম, কেএ তৌহিদুল ইসলাম (বাবু), নন্দ দুলাল রায়, মো. আব্দুস সোবাহান, মো. সেলিম রেজা, মো. হুমায়ুন কবীর, মো. নাজমুল হাসান, ল্যান্স কর্পোরাল মো. জহুরুল ইসলাম, ক্যাডেট নুর মোহাম্মদ, আসাদ হোসেন, সরকারি সা’দত কলেজের বিএনসিসি প্লাটুনের প্রশিক্ষক কর্পেরাল গোলাম মোস্তাফা ও সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা।
এ সময় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ক্যাডেটদের উপস্থিতিতে টাঙ্গাইলের সাবেক ক্যাডেটদের একত্রিত করার জন্য ও রেজিমেন্টের নির্দেশনা অনুযায়ী দেশের কল্যাণে অবদান রাখার জন্য ‘রমনা এক্স ক্যাডেট ক্লাব কমিটি’ গঠন করা হয়। নবগঠিত ওই কমিটিতে সর্বসম্মতিক্রমে এক্স ক্যাডেট আন্ডার অফিসার মো. সালাহ্ উদ্দিন লিটনকে সভাপতি, এক্স ক্যাডেট আন্ডার অফিসার খন্দকার মনিরুজ্জামান মনিরকে সহ-সভাপতি, এক্স ক্যাডেট আন্ডার অফিসার মো. রফিকুল ইসলাম আকন্দকে সহ-সভাপতি, এক্স ক্যাডেট আন্ডার অফিসার সৈয়দ রাশেদুল আলম চৌধুরী (রাসেল)কে সাধারণ সম্পাদক, এক্স ক্যাডেট সার্জেন্ট মো. রাশেদ খান মেনন (রাসেল) কে যুগ্ম-সাধারণ সম্পাদক, এক্স ক্যাডেট আন্ডার অফিসার নাজমুস সাদাতকে সাংগঠনিক সম্পাদক, এক্স ক্যাডেট সার্জেন্ট মো. ওসমান গণিকে অর্থ বিষয়ক সম্পাদক, এক্স ক্যাডেট কর্পোরাল এসএম আরিফুল হক দিপুকে প্রচার সম্পাদক, এক্স ক্যাডেট আন্ডার অফিসার মো. রাশেদুল ইসলাম রিপন, এক্স ক্যাডেট কর্পোরাল কেএ তৌহিদুল ইসলাম (বাবু)কে কার্যকরি সদস্য এবং উপস্থিত সকলকে সদস্য করে ওই কমিটি গঠন করা হয়।