বিটেক সংবাদদাতাঃ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)-এর হোস্টেলের ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিটেক ৫ম ব্যাচের (২০১১-২০১২ সেশন) ছাত্রী বিদায় উপলক্ষ্যে ১ম, ২য় ও ৩য় বর্ষের ছাত্রীরা ওই সংবর্ধনার আয়োজন করে।
সোমবার(২৩ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রীহোস্টেলে ওই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিটেক’র প্রিন্সিপাল ড. ইঞ্জি. মো. আতাউল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্রী হল সুপারিনটেন্ডেন্ট ও বিটেকের কোর্স কো-অর্ডিনেটর মো. সেলিম মিয়া, প্রভাষক কবীর হোসেন পাটোয়ারী, গবেষণাগার সহকারী মো. আব্দুল কাদের উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর কলেজের শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।
সংবর্ধিত ৩য় বর্ষের শিক্ষার্থী সারা বিনতে মাহমুদ এবং ১ম বর্ষের শিক্ষার্থী নুরিস্তা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ২য় বর্ষের শিক্ষার্থী খাদিজা আক্তার জুলফা।
শিক্ষকরা বিভিন্ন দিক নির্দেশনা এবং কর্মক্ষেত্রে নারীদের ভূমিকার কথা বক্তব্যে তুলে ধরেন।
প্রধান অতিথি প্রিন্সিপাল ড. ইঞ্জি. মো. আতাউল ইসলাম বলেন, রীতি অনুযায়ী বিদায় অনুষ্ঠান হয় ঠিকই কিন্তু এটাই শেষ বিদায় নয়। সব বাধা-বিপত্তি দূর করে এখন থেকেই জীবনটা গড়তে হবে। তিনি ছাত্রীদের লব্ধ জ্ঞান দেশ ও জাতির কল্যাণে ব্যবহার করার আহ্বান জানান।