বিটেক সংবাদদাতাঃ
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) ‘কম্পিউটার লার্নিং কাব’-এর যাত্রা শুরু হয়েছে। শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির বিষয়ে বিস্তর জ্ঞান লাভ এবং কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কাব গঠন করা হয়।
মঙ্গলবার(৮ ডিসেম্বর) বিকালে । প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ভবনের ২১১ নং কক্ষে কাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলাম। এসময় অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কাবের মুখপাত্র শিক্ষার্থী মো. কুতুবউদ্দীন জানান, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল শিক্ষা স্টুডেন্টদেরকে যুগোপযোগী করার পাশাপাশি চাকুরির বাজারে যোগ্য করে গড়ে তুলতে এ কাব বিশেষ ভূমিকা রাখবে।