বিটেক সংবাদদাতা:
উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি (শ্রীশ্রী শ্যামাপূজা) ।
বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসের ছয়দফা চত্বরে দীপাবলি উপলক্ষ্যে মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ বিটেকের সকল শিক্ষার্থীরা।
বিটেক ২য় বর্ষ এই উৎসব আয়োজন করে। ছয়দফার পাশাপাশি আবাসিক হলসমূহেও চলতে থাকে মোমবাতি জ্বালানোর কাজ। এসময় বৈদ্যুতিক বাতি নিভিয়ে মোমবাতি ও প্রদীপের আলোকে উপভোগ করেন শিক্ষার্থীরা। এরপর চলে আতশবাজি খেলা। অশুভ শক্তিকে দূর করার নিমিত্তে তিন ঘণ্টাব্যাপী এ উৎসবে প্রায় এক হাজার মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
২য় বর্ষের শিক্ষার্থী প্রমিস সাহা বলেন, “দীপাবলি মানে আলোর উৎসব। এদিন আলো জ্বালিয়ে শ্যামা মায়ের কাছে হিন্দু ধর্মাবলম্বীরা জগতের শান্তি, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্যে প্রার্থনা করেন।”
এসময় মোমবাতি প্রজ্জ্বলন স্থান পরিদর্শন করেন বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মোঃ আতাউল ইসলাম, কোর্স কো-অর্ডিনেটর মোঃ সেলিম মিয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।