বিটেক প্রতিনিধি:
টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচ) নতুন ভর্তিকৃত (বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে অ্যাকাডেমিক ভবনের ২১০ নম্বর কক্ষে বিটেক প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
শিক্ষার্থী ওবায়দুর রহমান সজীবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলাম। এছাড়াও অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুল মজিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবীর হোসেন পাটোয়ারী, চীফ ইন্সট্রাক্টর মাহমুদুল হক, ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের লেকচারার মোঃ মনোয়ার হোসেন, লেকচারার মাসুম বিল্লাহ, লেকচারার নুরুল ইসলাম নাহিদ, জুনিয়র ইন্সট্রাক্টর হরশংকর রায়, কোর্স কো-অর্ডিনেটর মোঃ সেলিম মিয়া, ছাত্রসংগঠন স্টুডেন্টস ইউনিটি অব বিটেকের (সাবটেক) সভাপতি রাশেদুল হাসান রাতুলসহ সকল ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।