বিটেক প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীস্থ বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জি. মো. আতাউল ইসলাম শহীদ মিনারে পুষ্পার্র্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সহকারী অধ্যাপক কবীর হোসেন পাটোয়ারী, প্রভাষক নাজির হোসাইন, কোর্স কো-অর্ডিনেটর সেলিম মিয়াসহ বিটেকের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ছাত্র সংগঠন স্টুডেন্টস ইউনিটি অব বিটেক (সাবটেক) সভাপতি রাশেদুল হাসান রাতুল নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি শোক র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।