বিটেক প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে সরস্বতীপূজা উদযাপিত হয়েছে। শনিবার(১৩ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের মুক্তমঞ্চ ‘ছয়দফা’তে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় বিদ্যাদেবীর আরাধনা অনুষ্ঠান।
পুষ্পমাল্য অর্পণ, শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ, বাণী অর্চণার মাধ্যমে সরস্বতীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা পরিচালনা করেন পুরোহিত মধুসূদন চক্রবর্তী।
বিদ্যাদেবীর কৃপালাভের আশায় উপবাস রেখে বিল্বপত্র, ফুল মা সরস্বতীর চরণে সমর্পণ করে অর্ঘ্য নিবেদন এবং অঞ্জলি প্রদান করেন বিটেকের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জি. মো. আতাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে পূজামন্ডপ পরিদর্শন করেন।
পূজা চলাকালীন সময়ে উলু ধ্বনি ও বাদ্যযন্ত্রে মুখরিত হয়ে উঠে পূজা ম-প। পূজা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।