বিটেক প্রতিনিধিঃ
বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) আলোচনা সভা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৬ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানের ২০৯ নং কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেকের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবীর হোসেন পাটোয়ারী, চীফ ইন্সট্রাক্টর মাহমুদুল হক, ইন্সট্রাক্টর জাবেদ খান, কোর্স কো-অর্ডিনেটর সেলিম মিয়া এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহকারী গ্রন্থাগারিক (টাঙ্গাইল ইউনিট) মো. ইমন হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব সাহিত্য কেন্দ্রের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের পাঠ্যাভাসের প্রতি গুরুত্বারোপ করেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।