বিটেক সংবাদদাতাঃ
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক)-এর ওয়েট প্রসেসিং ডিপার্টমেন্টের (৩য় বর্ষ) শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৭ নভেম্বর) গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ডিভাইন গ্রুপের ডিভাইন টেক্সটাইল (কম্পোজিট) লিমিটেডে শিক্ষার্থীদের ওই ট্যুর সম্পন্ন হয়। ডিপার্টমেন্টের (৩য় বর্ষ) শিক্ষার্থীদের অংশগ্রহনে ওই ট্যুরে ডিপার্টমেন্টের লেকচারার আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।
ডিভাইনের ডাইং অ্যান্ড ফিনিশিং ম্যানেজার আনোয়ার রশিদ সৈকত শিক্ষার্থীদের অভ্যর্থনা জানান। তিনি প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি শিক্ষা জীবনে এরকম ট্যুর আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের সময় মিলের বিভিন্ন আধুনিক মেশিনারীজ সম্পর্কে পরিচিতি এবং এদের অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন বিটেক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ফ্যাক্টরীর ইয়ার্ন ডাইং সেকশন, নীট ফেব্রিক প্রোডাকশন সেকশন, নীট ফেব্রিক ডাইং সেকশন, ফিনিশিং সেকশন, প্রিন্টিং সেকশন, গার্মেন্টস সেকশন, ওয়াশিং সেকশন পরিদর্শন করেন। তাছাড়া শিক্ষার্থীরা ইটিপি প্ল্যান্টও ঘুরে দেখেন। ডিভাইন ভিজিটের পর গাজীপুরের ইউনিক ওয়াশিং অ্যান্ড ডাইং লিমিটেডও পরিদর্শন করেন শিক্ষার্থীরা।