মো.আলী আশরাফ খান
নদী তুমি নদী বলে যখন তখন
চালাও নদে-নদে বিনাশী মহাতাণ্ডব!
তোমার কোমল শরীরের নৃত্য-ভাষা
অনায়াসে এক মোহমায়া সৃষ্টি করে,
তুমি প্রবল বেগে ছুটে চলো সামনে
গভীর থেকে আরো গভীরে-মহাসমুদ্রে।
শান্ত নদ বহে ধীরে বহে অতি ধীরে
প্রকৃতির ছন্দে নাচে আনন্দে মধুর বদনে,
তোমার স্রোত পাষাণ! কেড়ে নেয় সব-
ছন্দহীন জীবন নিকষ কালো অন্ধকার।
জানি না, তোমার কবলে পড়ে এমনি করে
কত নদ হারিয়ে যায়-যাবে অজানার তরে।
হে তুমি নদী-তোমার মোহনীয় ভঙ্গিতে
বিরামহীন ধ্বংস খেলায় কত যাবে প্রাণ,
তোমার দরদহীন তা-বে আর কত নদ-
ভেঙ্গে হবে চুরমার-মেতে উঠবে তুমি আনন্দে;
ঘোলাজলে শুকানো খাল হবে মহাসমুদ্র?
এই প্রশ্ন আজ বারংবার জাগে নদের মনে।