গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে সোমবার(২৫ জানুয়ারি) সকালে অয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজুয়ান-এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা মো. সোহরাব হোসাইন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো. আ. রাজ্জাক মিঞা, সাবেক ছাত্রনেতা মো. সোহানুর রহমান সোহেল। মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রী ও তাদের অভিভাকরা উপস্থিত ছিলেন।