
আজ ৬ নভেম্বর (শনিবার) ৮০’র দশকরে তুখোড় ছাত্রনেতা, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার বাবুল চৌধুরীর ২য় মৃত্যুবাষির্কী।
বীর মুক্তিযোদ্ধা খন্দকার বাবুল চৌধুরী ১৯৭১ সালের ২১ জুন একজন মুক্তিযোদ্ধা হিসাবে হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন। ১২ জুলাই মুক্তি পেয়ে মাতৃভূমিকে মুক্ত করার শপথ নিয়ে স্বাধীনতা যুদ্ধে কাদেরীয়া বাহিনীতে যোগ দেন।
১৯৭৩ সালে সর্বোচ্চ আদালতে প্রতিকারবিহীন পি.ও ফিফটির বিরুদ্ধে রিট করে সারাদেশে আলোড়ন সৃষ্টির মাধ্যমে সফলতা লাভ করেন। তিনি ছাত্রাবস্থা থেকেই সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন।
১৯৮৭ সালে স্বৈরাচারের বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র-জনতার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০’র ২৭ নভেম্বর ডা. মিলনের আত্মদানের পর গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনে প্রত্যক্ষ্য ভূমিকা রাখেন।
স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্র্ন ভূমিকা পালন করার ফল স্বরূপ ৯১’র পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন।
পরবর্তীতে তিনি ২০০৭ সালে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের ১/১১ এর বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলার বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করে অর্বাচীন-উচ্চাকাঙ্ক্ষী কুশীলবদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি রাজনীতি থেকে দূরে সরে আসেন। তিনি টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য-সহযোগিতা করেছেন।
বাবুল চৌধুরী টাঙ্গাইল জেলা সমিতির আজীবন সদস্য, বাংলাদেশ রেডক্রিসেন্টের সম্মানিত সদস্য ও টাঙ্গাইল ক্লাবের আজীবন সদস্য ছিলেন।
তার বড় দুই ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম বিগ্রেডিয়ার ফজলুর রহমান চৌধুরী ১৯৭১ সালে বিশাল কাদেরীয়া বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। বিগ্রেডিয়ার ফজলুর রহমান নেতৃত্বেই কাদেরীয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা সর্বপ্রথম টাঙ্গাইল শহরে প্রবেশ করে। তার আরেক ভাই বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার মুছা চৌধুরী মুক্তিযুদ্ধ কালীন সময়ে কাদেরীয়া বাহিনীর অন্যতম একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক ছাত্রনেতা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা খন্দকার বাবুল চৌধুরী গত ২০১৯ সালের ৬ নভেম্বর তারিখে টাঙ্গাইলের নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে দীর্ঘ দিন তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ও চিকিৎসাধীন ছিলেন। পরের দিন ৭ নভেম্বর টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তার নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে সমাহিত করা হয়।