গণবিপ্লব রিপোর্টঃ
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদা জিয়ার ফুল দেয়ার বিষয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যাকারী রাজাকার-আলবদরদের মন্ত্রীসভায় স্থান দিয়েছেন খালেদা জিয়া। আর আজ তিনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে দেশের মানুষের সঙ্গে তামাশা করেছেন। কোন মুখ নিয়ে তিনি শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে যান। তার লজ্জা হওয়া উচিৎ। তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে জনগণের নয় বরং নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে বিএনপি। আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নতি হয়। যুদ্ধাপরাধীর বিচারের উদ্যোগ নেয়। কিন্তু বিএনপি সরকার তা বাতিল করে দেয়। খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের মদদ দেন। কিন্তু ২০০৯ সালে সরকার গঠন করে যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করি। তিনি বলেন, শত শত মানুষের রক্তের বিনিময়ে অর্জন করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। সেই মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করেছেন জিয়াউর রহমান। তিনি বলেন, জিয়াউর রহমান খেতাব প্রাপ্ত ঠিকই কিন্তু তিনি যদি সত্যিই মুক্তিযোদ্ধা হতেন, তাহলে যুদ্ধাপরাধীদের ছেড়ে দিতেন না। বিজয়ের মাত্র দু’দিন আগে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে এ দেশকে অকার্যকর করতে পারলো না তারা। পরে দেশ স্বাধীন হলো। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন জাতির পিতা চালিয়ে নিয়ে যাচ্ছেন, দেশ ঘুরে দাঁড়াচ্ছিল তখন ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হলো। তখন হত্যা ক্যুর রাজনীতি শুরু হলো দেশে। তিনি বলেন, এর মধ্য দিয়ে ক্ষমতা দখল করলো জিয়াউর রহমান। মীর জাফর যেমন টিকতে পারেননি বেঈমান মুস্তাকও টিকতে পারলেন না। তখন আসলেন সামরিক জিয়াউর রহমান। এসেই তিনি যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনাল আইন বাতিল করে বিচার বাতিল করলেন। পরে বিচার বন্ধ করলেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে, বাংলাদেশ আবার সেই হারানো গৌরব ফিরে পাচ্ছে। তাই আমাদের সেই গৌরবে ছান্দা সব সময় তুলে ধরে রাখতে হবে। তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাদের রক্তের মর্জাদা আমাদের দিতে হবে।