বিনোদন রিপোর্টঃ
সিনসিয়ার অভিনেত্রী হিসেবে সুনাম আছে এক দশকের জনপ্রিয় চিত্রতারকা অপু বিশ্বাসের। দর্শকপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় অনেকটাই গুটিয়ে নিয়েছেন নিজেকে। অর্ধযুগ ধরে ছবি করছেন শুধুমাত্র শাকিব খানের বিপরীতে। বছরে যে কটি ছবি করছেন, নিষ্ঠার সাথেই তাতে পারফর্ম করছেন।
গোল বাধলো এবার। নতুন পরিচালক বুলবুল বিশ্বাসের ছবি করতে গিয়ে পেশাদারিত্বের পরিচয় দিতে পারলেন না অপু। পরিচালকের দুর্ব্যবহারে অতিষ্ট হয়ে, নিজের রেকর্ড ভেঙে, সেট ছেড়ে চলে গেলেন ‘কোটি টাকার কাবিন’ খ্যাত তারকা। আর এই ঘটনা ঘটেছে শনিবার ‘রাজনীতি’ ছবির সেটে।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, মেকআপ রুমে সাজ-সজ্জা করছিলেন অপু। তার কিছুটা দেরি দেখে, পরিচালক বুলবুল বিশ্বাস ইউনিটের একজনকে অকথ্য ভাষায় গালাগাল করছিলেন। এ সময় অপু ছিলেন পাশেই। যে পরিচালকের ছবি এখনও ভূমিষ্ঠ হয়নি, তার এমন উদ্ধত আচরণ দেখে নিজেকে ধরে রাখতে পারেননি অপু। ব্যাগপত্র গুছিয়ে সোজা বাড়ির দিকে হাটা দেন। পরিচালক বুলবুলের কাকুতি-মিনতিও মন গলাতে পারেনি প্রায় শত ছবির নায়িকাকে।
জানা যায়, একই দিন একই সেটে শাকিব খানও কিছু বিষয় নিয়ে ইউনিটের উপর চটেছিলেন। পরে পরিচালক তাকে বলে-কয়ে শুটিংয়ে রাখেন। কিং খানকে বাগে আনতে পারলেও অপুর মন পাননি নতুন পরিচালক বুলবুল। ফলে নায়িকা ছাড়াই দিনভর শুটিং করতে হয় ‘রাজনীতি’র পরিচালককে।