মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য প্রফেসর খালেদা একরামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
মঙ্গলবার(২৪ মে) বিশ্ববিদ্যালয় পরিবার ও বিশ্ববিদ্যালয় পরিষদের পক্ষ থেকে এক শোক বার্তায় তিনি জানান, প্রফেসর খালেদা একরাম বাংলাদেশ বিশ^বিদ্যালয় পরিষদের ভাইস-চ্যান্সেলরদের স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ৪০ বছর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে স্থাপত্য বিভাগে শিক্ষকতা করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন খ্যাতিমান স্থপতিকে হারাল এবং স্থাপত্য কৌশলে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তিনি সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রফেসর খালেদা একরামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অধ্যাপক খালেদা একরাম ব্যাংককের একটি হাসপাতালে সোমবার(২৩ মে) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের দ্বিতীয় মহিলা ভাইস-চ্যান্সেলর ও বুয়েটের প্রথম মহিলা ভাইস-চ্যান্সেলর ছিলেন। খালেদা একরামের জন্ম ১৯৫০ সালের ৬ আগষ্ট। ২০১৪ সালের সেপ্টেম্বরে চার বছরের জন্য বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি।
খালেদা একরামের পৈত্রিক বাড়ি বগুড়ায়। তবে তার জন্ম ঢাকায়। ঢাকাতেই বড় হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিদ্যালয়ে পড়েছেন।