কূটকৌশলে টেন্ডার প্রক্রিয়া বাতিল করার উদ্যোগ
গণবিপ্লব রিপোর্টঃ
দেশের দ্বিতীয় বৃহত্তর গরুর হাট টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী হাটের ইজারা কূটকৌশলে দরপত্র প্রক্রিয়া বাতিল করে এমপির চাহিদাপত্রের(ডিও লেটার) আলোকে একজন চিহ্নিত হুন্ডি ব্যবসায়ীর নামে ইজারা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। স্থানীয় সূত্রে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে, গোবন্দিাসী গরুর হাটটি গোবিন্দাসী সহ আশপাশের হাজারও লোকের রুটি-রুজির মাধ্যম। সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এখানে হাট বসে। হাটটির আশপাশে আরো কয়েকটি নতুন হাট হওয়ায় এবং বিগত সময়ের ইজারাদারদের নানা অব্যবস্থাপনা ও হুন্ডি ব্যবসায়ীর অতিমাত্রায় সুদ আদায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন রকমে বৃহৎ এ গরুর হাটটি ঐতিহ্য টিকিয়ে রেখেছে। চলতি বছর হাটের ইজারা নিয়ে নানারকম কূটকৌশল চলছে। সূত্র জানায়, প্রথম পর্যায়ে গত ১ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ০৫.৩০.৯৩১৯.০০০.০৪০১.২০১৬-৮২ স্মারকমূলে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, মাটিকাটা ও চর চন্দনী হাটের টেন্ডার আহ্বান করে। কিন্তু ইজারা গ্রহিতা না থাকায়(মূলত: কূটকৌশলের অংশ) কর্তৃপক্ষ গত ১০ এপ্রিল ০৫.৩০.৯৩১৯.০০০.০৪০১.২০১৬-২৪৮ স্মারকমূলে পুনঃদরপত্র আহ্বান করে। দরপত্রে গোবিন্দাসী হাটের বিগত তিন বছরের সরকারি সম্ভাব্য গড় মূল্য দেখানো হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৩ হাজার ২৬০ টাকা। গড় মূল্যের উপর ১০% বর্ধিত করে সংশোধিত সম্ভাব্য সরকারি হাটমূল্য ধরা হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৫৮৬ টাকা। এত অধিকমূল্যে হাট ইজারা নিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দরপত্রে অংশ গ্রহন করতে দর কমানোর জন্য স্থানীয়রা অপেক্ষা করছিল। ফলে সরকার ওই হাটে খাস কালেকশন করতে থাকে।
সূত্রমতে, সরকারের খাস কালেকশনের উপর ১০% বেশিমূল্য নির্ধারণ করে গোবিন্দাসী হাটটি স্থানীয় লিটন মণ্ডলকে ইজারা দেয়ার জন্য গোপালপুর-ভূঞাপুরের সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে চাহিদাপত্র(ডি.ও. নং-বাজাস এমপি/১৩১ টাঙ্গাইল-২/২০১৪-২৫২, তাং-২৪/০৪/২০১৬ইং) দিয়ে জোর সুপারিশ করেন। একই ভাবে খাস কলেকশনের উপর ১২% বেশিমূল্যে হাটের ইজারা পেতে স্থানীয় ইকরাম উদ্দিন তারা মৃধার ছেলে মো. সেলিম মৃধা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব ও টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে গত ১৬ মে আবেদন করেন। গত ১৯ মে(বৃহস্পতিবার) খাস কালেকশনে হাটের ইজারা বাবদ আদায় হয়েছে প্রায় ৩ লাখ ৭২ হাজার টাকা। ওই হিসেবে হাটের ৪৮ সপ্তাহে(প্রতি সপ্তাহে ২ দিন হাটবার হিসেবে) মোটমূল্য হয় ৩ কোটি ৫৭ লাখ ১২ হাজার টাকা, যা দরপত্রে নির্ধারিত সরকারি মূল্যের চেয়ে ৪১ লাখ ৩৮ হাজার ৪১৪ টাকা বেশি।
এরমধ্যে গত বছরের ইজারা গ্রহনকারী উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত খন্দকার খোরশেদ আলমের ছেলে খন্দকার মোস্তফা কামাল দরপত্রে অংশ গ্রহন করেন। তিনি ২ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকায় হাটটি ইজারা নিতে আগ্রহ প্রকাশ করেন এবং সে লক্ষে যথারীতি সিডিউল ক্রয় ও দাখিল করেন। কিন্তু দরপত্রের মাধ্যমে হাটটির ইজারা না দিয়ে স্থানীয় সংসদ সদস্যের চাহিদাপত্রের(ডিও লেটার) ভিত্তিতে খাস কালেকশনের চেয়ে অত্যন্ত কমমূল্যে হাটটি স্থানীয় হুন্ডি ব্যবসায়ী লিটন মণ্ডলকে দেয়ার জন্য নানা কূটকৌশল করা হচ্ছে। ফলে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।