গণবিপ্লব রিপোর্টঃ
স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির পাইলট প্রকল্পের আওতায় আগামী ২৪ মার্চ(বৃহস্পতিবার) টাঙ্গাইলের তিন উপজেলায় এক লাখ দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ শুরু হবে। সাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ওইদিন টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রাথমিক ভাবে টাঙ্গাইলের মধুপুর, কালিহাতী ও ঘাটাইলে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এছাড়া, ওইদিন কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষন দেবেন স্বাস্থ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
জনসভায় সভাপতিত্ব করবেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখবেন। জনসভা পরিচালনা করবেন, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আনছার আলী বিকম।