
বাহারি রঙ আর আধুনিক কারুকার্যের টাঙ্গাইল শাড়ি সহজেই নারীর মন আকর্ষণ করে। এ জন্য টাঙ্গাইলের তাঁতের শাড়ি এখন দেশী বাজারের চাহিদা পূরণ করে ভারতের বাজারেও জনপ্রিয় হয়ে উঠেছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টাঙ্গাইলের তাঁতের শাড়িতে এসেছে বৈচিত্র্য আর নতুনত্ব।
শাড়ির পাশাপাশি এবার টাঙ্গাইলের তাঁতে তৈরি হচ্ছে তরুণীদের রুচিশীল থ্রিপিস। সারাদেশে নারীর এই চাহিদা পূরণ করতে এখন ভীষণ ব্যস্ত সময় কাটছে টাঙ্গাইলের তাঁতপল্লী। ফলে তাঁতপল্লীতে এখন উৎসবমুখরতা বিরাজ করছে।
তাঁত শিল্পী লাভলু মিয়া জানান, উৎপাদনের ভিত্তিতে সাপ্তাহিক বিল আসে। এছাড়া ঈদের জন্য শাড়ির চাহিদা বেশি। সেক্ষেত্রে ব্যস্ততা বেড়ে গেছে।টাঙ্গাইল শাড়ি হিসেবে খ্যাত দেলদুয়ার উপজেলার পাথরাইল, চন্ডি, নলুয়া, দেওজান, নলশোঁধা, বিষ্ণুপুর ও গোপালপুর, টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া, বাজিতপুর, সুরুজ, বামনকুশিয়া, ঘারিন্দা, গোসাই জোয়াইর, তারটিয়া, এনায়েতপুর, বেলতা, গড়াসিন, সন্তোষ, কাগমারী, কালিহাতী উপজেলার বলা, রামপুর, ছাতিহাটি, আইসরা, রতনগঞ্জ কোবডোরাতে এখন সরগরম।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন এ অঞ্চলের তাঁত শিল্পীরা। জেলার প্রায় ৬৫ হাজার তাঁতে কমপক্ষে দেড় লাখ শ্রমিক দিন-রাত পরিশ্রম করছে ঈদ মার্কেটের চাহিদা মেটাতে। রমজান শুরুর অনেক আগ থেকেই প্রিয়জনের জন্য পছন্দের শাড়ি কেনার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার পাইকারী শাড়ি ব্যবসায়ীরা ভিড় করছেন দেলদুয়ার উপজেলার পাথরাইলের তাঁতপল্লীতে।
Copyright Daily Inqilab