ঘাটাইল প্রতিনিধিঃ
মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু সোহাগকে(৩) বাঁচাতে এগিয়ে আসুন। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামের মৎস্য ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে সোহাগ। তার বাবার বসতবাড়ি নেই। অন্যের বাড়িতে কোনভাবে জীবন যাপন করেন। প্রতিমাসে সোহাগের শরীরের রক্ত বদলাতে হয়। এ পর্যন্ত তার চিকিৎসার জন্য ৯ লাখ টাকা খরচ হয়ে গেছে।
সোহাগের চিকিৎসক ঢাকার শ্যামলী শিশু হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আ. ওয়াহাব ও ডা. মাজেদা জানান, সোহাগকে তাদের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হচ্ছে। আরো ২০ মাস শিশুটির শরীরের রক্ত বদলাতে হবে। এ অবস্থায় প্রতি মাসে ২০ হাজার করে টাকা খরচ হয়। এই ব্যয়বহুল চিকিৎসা শিশুটির দরিদ্র বাবার একার পক্ষে সম্ভব নয়।
সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের প্রতি শিশুটির মা-বাবার আকুল আবেদন শিশুটির চিকিৎসায় সামান্য সাহায্যই নতুন জীবন দিতে পারে, সেও আপনার শিশুর মত ফিরে আসতে পারে স্বাভাবিক জীবনে। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোছা. আম্বিয়া, সঞ্চয়ী হিসাব নং-২৭৬৪, রূপালী ব্যাংক, ঘাটাইল শাখা টাঙ্গাইল। মোবাইল: ০১৭১৫৬৬১৭৮২।