আল-আমিন খানঃ
টানা পাঁচ দিন বাংলাদেশে শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে সৈকত নাসির পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘হিরো ৪২০’। সিনেমাটি এপার বাংলার জাজ মাল্টিমিডিয়া ও ওপার বাংলার এসকে মুভিজের ব্যানারে নির্মিত হচ্ছে।
এপার বাংলার নায়িকা নুসরাত ফারিয়া ও ওপার বাংলার নায়ক ওম সিনেমাটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। এবার ভালোবাসা দিবসে নতুন চমক নিয়ে হাজির হবেন এপার বাংলার ও ওপার বাংলার দুই জনপ্রিয় নায়ক -নায়িকা। এরই মধ্যে সিনেমার নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছে। এ মাসের দ্বিতীয় সপ্তাহে টানা পাঁচ দিন বাংলাদেশে বিভিন্ন স্থানে দৃশ্যধারণের মধ্য দিয়ে সিনেমাটির ক্যামেরা বন্ধ হবে। এই তথ্য জানান নির্মাতা সৈকত নাসির।
তিনি আরো জানান, ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি), লালবাগ কেল্লা, হাতিরঝিল, সাভার গলফ ক্লাব ও ফ্যান্টাসি কিংডমে সিনেমাটির টানা পাঁচ দিন শুটিং হবে। আমরা প্রত্যাশা করছি সিনেমাটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে। ভালোবাসা দিবসকে উপলক্ষ করে ভারত ও বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। ১২ ফেব্রুয়ারি ভারতে এবং ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করছি।
এতে আরও অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী(কলকাতা), শিমুল খান, , খরাজ মুখার্জি (কলকাতা), জিয়া, রেবেকা, তানভীর প্রমুখ।