বিনোদন রিপোর্টঃ
ঢাকাই চলচ্চিত্রে নতুন মুখ তানিন সুবাহ। ২০১২ সালে ক্লোজআপ ওয়ান-এর মাধ্যমে মিডিয়াতে পথ চলা শুরু তার সঙ্গীত দিয়ে। এবার সিনেমায় নিজের স্থানটা শক্ত করে নিতে চাইছেন। ‘মাটির পরী’ চলচ্চিত্র দিয়ে অভিষেক তার। ‘নায়িকা’র ভূমিকা-ই তানিন সুবহার। এরপর বেশকিছু ছবির নিয়ে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। সম্ভাবনাময় তরুণ মুখ তানিন কথা বলেন সাপ্তাহিক গণবিপ্লব’র সাথে। সে সাক্ষাৎকারে উঠে আসে বরিশালে বড় হওয়া তানিনের চলচ্চিত্রে আসা, বর্তমান সময়ের ব্যস্ততার কথাসহ নানা দিক। সাক্ষাতকারটি গণবিপ্লব’র জন্য গ্রহন করেছেন সাংবাদিক আল আমিন খান।
গণবিপ্লব: কেমন আছেন?
তানিন সুবাহ: ভাল আছি।
গণবিপ্লব: কিভাবে চলচ্চিত্রে এলেন?
তানিন সুবাহ: মিডিয়াতে আমি কাজ শুরু করি ২০১২ সালে। তবে নায়িকা নয় গায়িকা হিসাবে। পরবর্তী সময়ে হঠাৎ করে পরিচালক সাইমন তারিকের নজরে পড়ি। তারপর ‘মাটির পরী’। এভাবেই আমার চলচ্চিত্রে আসা।
গণবিপ্লব: প্রথম ছবি সম্পর্কে কিছু বলুন?
তানিন সুবাহ: সত্যি কথা বলতে ছোট বেলা থেকেই ইচ্ছা ছিল বড় পর্দায় কাজ করার । প্রথম কাজ করতে গিয়ে অনেক ভয় পেয়েছি তবে চেষ্টা করেছি ভালো কিছু করার।
গণবিপ্লব: এখন কোন শুটিং করছেন ?
তানিন সুবাহ: শিঘ্রই কক্সবাজারে শুরু হচ্ছে নতুন ছবি ‘পৃথিবীর নিয়তি’র গানের শুটিং। চলবে টানা তিন দিন। এ ছবিতে আমি কাজ করছি ‘লড়াকু’ খ্যাত চিত্রনায়ক রুবেলের সঙ্গে।
গণবিপ্লব: ছেলেবেলা সম্পর্কে কিছু বলুন ?
তানিন সুবাহ: আমি ছোট বেলায় অনেক ডানপিটে ছিলাম। সে সময়টা কেটেছে বরিশালে ও সৌদি আরবে। আমার বাবা দীর্ঘ সময় সৌদি আরব ছিলেন। সেই সুবাদে আমি ছোট বেলায় সেখানে চলে যাই।
গণবিপ্লব: হঠাৎ গায়িকা না হয়ে নায়িকা কেন?
তানিন সুবাহ: গান করতাম, এখনও করি। তবে ছোট বেলায় টিভিতে আমি সবসময় বাংলা গান , ছবি দেখতাম। আর সেই থেকেই আমার বড় নায়িকা হবার ইচ্ছে জন্মেছে বলতে পারেন ।
গণবিপ্লব: শুটিংয়ের অবসরে কী করেন?
তানিন সুবাহ: গান করি।
গণবিপ্লব: কারও প্রেমে পরেছেন কি?
তানিন সুবাহ: এটা নিয়ে কিছু বলতে পারছিনা ।
গণবিপ্লব: ইন্ডাস্ট্রির সেলেব্রেটিদের গসিপ সম্পর্কে আপনার মতামত কি?
তানিন সুবাহ : সবাইকে খুব ভাল। কারণ কাউকে নিয়ে ওভাবে কিছু ইচ্ছে করলেও বলতে পারছিনা। এখন সবাই কাজের ক্ষেত্রে অনেক সচেতন-মনযোগী।
গণবিপ্লব: ভবিষ্যৎ পরিকল্পনা কি ?
তানিন সুবাহ : ভাল একজন প্রতিষ্ঠিত আর্টিস্ট হয়ে সারা জীবন মানুষের মনে থাকতে চাই। চাই ভাল কিছু করতে।
গণবিপ্লব: ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার আদর্শ ব্যাক্তিত কে ?
তানিন সুবাহ : সাইমন তারেক ও নারায়ণ চন্দ্র দাশ।
গণবিপ্লব: বড় পর্দায় নিজেকে দেখে কেমন লাগে?
তানিন সুবাহ: নিজেকে বড় পর্দায় প্রথমবার দেখার অনুভূতি আসলে কাউকে বলে বোঝানো যাবে না। ছোটবেলা থেকেই নিজেকে বড় পর্দায় দেখার ইচ্ছা ছিল। সবার সহযোগিতায় আমার স্বপ্ন সত্যি হল।
গণবিপ্লব: আপনার দর্শক-শ্রোতাদের উদ্দেশে কিছু বলুন।
তানিন সুবহা: আমি সব সময় বলি বাংলা ছবি দেখবেন। আমাদের বাংলা সিনেমাকে ভালোবাসবেন। আপনারা উৎসাহ না দিলে আমরা হয়তো ভালো কিছু দিতে পারবো না। আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ছবি নির্মাণ হচ্ছে। আপনারা হলে গিয়ে ছবি দেখুন। আমি বিশ্বাস করি দর্শকই সিনেমার প্রাণ-ভোমরা।
গণবিপ্লবকে আপনার মূল্যবান সময় দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।
তানিন সুবাহ : ধন্যবাদ, ভাল থাকবেন।